ঢাকা: দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার, নির্যাতন, গুম ও খুন করে সরকার পার পাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ছাত্রদল।
সোমবার ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল গাজী বাহারকে গ্রেপ্তার ও নির্যাতন করার প্রতিবাদে এই সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়।
ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান বিবৃতিতে বলেন, ‘অবৈধ সরকারের প্রধানমন্ত্রীর দায়মুক্তিতেও আওয়ামী লীগের সন্ত্রাসীরা নিজেদের রক্ষা করতে পারবে না। অপরাধীদের অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’
বিবৃতিতে ফয়সাল গাজী বাহারকে গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে সরকারের পতন চূড়ান্ত পর্যায়ে উল্লেখ করে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়