ঢাকা: রাজধানীর মুগদাপাড়া এলাকায় একটি বাসায় বোমা বিস্ফোরণে এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। তার নাম বাবু (২২)। বুধবার বিকালে এ ঘটনা ঘটে। তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, আহত বাবু রাজধানীর মুগদা থানার মান্ডার কদমআলী ঝিলপাড়া শহিদুল্লাহর বাড়ি পরিবার নিয়ে ভাড়ায় থাকেন। তার বাবা মোস্তফা একজন ভাঙ্গাড়ি ব্যবসায়ী। বুধবার বিকাল ৪টার সময় বাবু তার বাবার ভাঙ্গড়ির মধ্যে লাল টেপ মোড়ানো একটি বস্তু নাড়াচড়া করার সময়ে তা বিস্ফোরণ হয়। এতে তিনি দুই হাতে আঘাত পান। এরমধ্যে ডান হাতে আঘাতের পরিমাণ বেশি।
প্রথমে তাকে মুগদা সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে মুগদা থানা পুলিশের সহায়তায় তাকে সন্ধ্যা সাড়ে ৬টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পুলিশের ধারণা বাবু নিজেই বোমা তৈরি করতে গিয়ে আহত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়