Sunday, March 15

আগারগাঁওয়ে বাসের ধাক্কায় নারী নিহত


ঢাকা: রাজধানীর আগারগাঁও পঙ্গু হাসপাতালের সামনে বাসের ধাক্কায় রিকশা আরোহী রওশন আরা বেগম (৩০) নামের এক নারী নিহত হয়েছেন। একই ঘটনায় রিকশাচালকও আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল ইমন শেখ (৩১) নামে বাসচালককে আটক করেছে। রবিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, রবিবার বিকাল ৪টার দিকে সেফটি পরিবহনের (ঢাকা মেট্রো ভ-১১-৩৫৪৪) বাসটি একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে আরোহী রওশন আরা বেগম (৩০) ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় রিকশাচালককে পাশের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে রিকশাচালকের পরিচয় জানা যায়নি। তিনি আরও বলেন, ‘ওই বাসসহ চালক ইমনকে আটক করা হয়েছে। আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়