Saturday, March 14

পেট্রলবোমা নিরোধক আবিষ্কার শিক্ষার্থীদের


ঢাকা : রাজধানীর রিজেন্ট কলেজের এ লেভেল শিক্ষার্থীদের একটি গবেষক দল পেট্রল বোমা নিরোধক একটি যন্ত্র আবিষ্কার করেছেন। যন্ত্রটি কোনো যানবাহন লক্ষ্য করে পেট্রল বোমা ছোড়া হলে তা আগেভাগেই আঁচ করতে এবং এর ক্ষতিকর প্রভাব প্রতিরোধেও সক্ষম হবে বলে জানা গেছে। রাজধানীর গুলশানে রিজেন্ট কলেজের তৃতীয় বার্ষিক বিজ্ঞান মেলায় পেট্রল বম্ব এক্সটিংগুইশার শিরোনামে একটি বিজ্ঞান প্রকল্পের অধীনে গতকাল বৃহস্পতিবার ওই যন্ত্রটির প্রদর্শনী করা হয়েছে। প্রতিযোগীতায় প্রকল্পটি প্রথম পুরস্কার পেয়েছে। ওই প্রকল্পের গবেষক দলের সদস্য মুশফিকুর রহমান সাদ, ফাহিম উদ্দিন, আকাশ বিশ্বাস ও সাদি মুর্শেদ বলেন, যন্ত্রটিতে ফ্লেম সেন্সর (আগুনের আঁচ করতে পারে এমন যন্ত্র), একটি মাইক্রো কন্ট্রোলার এবং একটি স্প্রিঙ্কলার সিস্টেম যুক্ত করা হয়েছে। পেট্রল বোমা নিক্ষেপের মাত্র ১ সেকেন্ডের ১০ ভাগের ১ ভাগ সময়ের মধ্যেই এর ফ্লেম সেন্সর তা টের পেয়ে যাবে এবং তা মাইক্রো কন্ট্রোলারকে জানিয়ে দিবে। আর মাইক্রো কন্ট্রোলারটিও সঙ্গে সঙ্গে এর স্প্রিঙ্কলার সিস্টেমকে যানবাহনটির ভেতর-বাইরে স্থাপন করে আগুনের ক্ষতিকর প্রভাব প্রতিরোধ করবে। ওই বিজ্ঞান মেলার প্রতিযোগীতার একজন বিচারক দেশের প্রখ্যাত পদার্থবিদ ড. অলোক কুমার চক্রবর্তী বলেন, বিজ্ঞানকে সমাজের কাছে প্রকৃতই দরকারি করে তোলার জন্য শুধু তত্ব বুঝলেই চলবে না বরং তত্বের বাস্তব প্রয়োগও ঘটাতে হবে। এই প্রকল্পেও বিজ্ঞানের বাস্তব প্রয়োগের জন্য একইসঙ্গে প্রাতিষ্ঠানিক জ্ঞান, উদ্ভাবন এবং সৃষ্টিশীলতার প্রয়োজনীয়তা ফুটে উঠেছে।’ ঢাকার সাতটি স্কুল থেকে ১৩টি দলসহ আয়োজক রিজেন্ট কলেজের একটি দলও মেলায় অংশগ্রহণ করে। মেলার অন্যান্য বিচারকরা ছিলেন, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল কেইথ শার্লক এবং ঢাকা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. গোপাল দেবনাথ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়