Saturday, March 21

গাপটিলে শুরু গাপটিলেই শেষ


জামান: নতুন এক ইতিহাসের সাক্ষী হয়ে থাকলো নিউজিল্যান্ডের ওয়েলিংটন। আর এই ইতিহাসের জন্মদাতা কিউই ওপেনার মার্টিন গাপটিল। শনিবার ওয়েস্টইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে এক সাথে দুটি রেকর্ডের জন্ম দিলেন ডানহাতি এ ওপেনার। ছাড়িয়ে গেলেন বিশ্বকাপের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান ক্যারিবিয়ান দানব ক্রিস গেইলকে। গ্রুপ পর্বের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৫ রানের দানবীয় এক ইনিংস খেলে বিশ্বকাপের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হিসেবে রেকর্ড বুকে নাম লেখান গেইল। শনিবার সেই ওয়েস্টইন্ডিজের বিপক্ষেই ২৩৭ রানের অতি দানবীয় এক ইনিংস খেলে গেইলকে সিরিয়ালের দুই নম্বরে ফেলে এক নম্বরে জায়গা করে নিলেন গাপটিল। এটাই বিশ্বকাপে কোন ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। ২৩৭ রানের ইতিহাস সৃষ্টি করা ইনিংসে ক্যারিবিয়ান বোলারদের চোখের জল নাকের জল এক করে গাপটিল মারেন ২৪টি চার এবং ১১টি বিশাল ছক্কা। এবারের বিশ্বকাপের ১১১ মিটারের সবচেয়ে বড় ছক্কাটিও আজকের ম্যাচে মারেন গাপটিল। ওয়েলিংটনে গাপটিলের করা অন্য রেকর্ডটি আরও চমকপ্রদ। ওয়ানডে ইতিহাসে এমন কীর্তি এর আগে মনে হয় আর কোন ব্যাটসম্যানেরই নেই। অধিনায়ক ব্রেনডন ম্যাককুলামের সাথে ম্যাচের গোড়াপত্তনে নামেন গাপটিল। প্রথম ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে শুরু করলেন ইনিংস। ২৩৭ রানের রেকর্ড সৃষ্টি করা ম্যাচের ৫০তম ওভারের শেষ বলটি খেলে সমাপ্তিও টানলেন তিনি। ইনিংস শুরু হয় গাপটিলকে দিয়ে, শেষও হয় তাকে দিয়েই। গাপটিলের ইতিহাস গড়া এ ম্যাচে নির্ধারিত ৫০ ওভার থেকে ছয় উইকেট হারিয়ে কিউইরা পায় ৩৯৩ রানের বিশাল সংগ্রহ। ওয়েস্টইন্ডিজের জেতার জন্য দরকার ৩৯৪। এই বিশাল লক্ষ্যকে তাড়া করে ক্যারিবিয়ানরা কতদূর যেতে পারে সেইটাই এখন দেখার বিষয়। ------ ঢাকাটাইমস

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়