ক্রীড়া ডেস্ক,কানাইঘাট নিউজ:
জিম্বাবুয়ের দেয়া ২৮৮ রানের টার্গেটে এখন ব্যাট করছে ভারত। ইনিংসের গোড়াপত্তনে নেমেছেন নিয়মিত দুই ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। রিপোর্ট লেখা পর্যন্ত ৩ ওভার থেকে বিনা উইকেটে ১০ রান সংগ্রহ করেছে ভারত। রোহিত শর্মা(৯) ও শিখর ধাওয়ান(০) রানে ব্যাট করছেন।
অকল্যান্ডের ইডেন পার্কে শনিবার বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হওয়া এ ম্যাচে টস জিতে জিম্বাবুয়েকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেনডন টেইলরের সেঞ্চুরির সুবাদে ইনিংসের এক বল বাকি থাকতে ২৮৭ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ব্যক্তিগত(১৩৮) রানের অসাধারণ এক ইনিংস খেলে ফিরে যান টেইলর। ১১০ বলে দীর্ঘ এ ইনিংসটাতে রয়েছে ১৫টি চার ও পাঁচটি বিশাল ছক্কার মার।
এর আগে ইনিংসের গোড়াপত্তনে নেমে দলীয় মাত্র ১১ রানে ফিরে যান ওপেনার হ্যামিল্টন মাসাকাজা(২)। উমেশ যাদবের করা দ্বিতীয় ওভারে উইকেটের পেছনে অধিনায়ক ধোনির গ্লাপসবন্দি হন তিনি। ঠিক তার পরের ওভারেই দলীয় স্কোরের সাথে দুই রান যোগ হতেই ফিরে যান আরেক ওপেনার শামু চিবাবা(৭)। মোহাম্মদ শামির ওভারে শিখর ধাওয়ানের তালুবন্দি হন তিনি।
এরপর অধিনায়ক ব্রেনডন টেইলরকে সঙ্গে নিয়ে প্রাথমিক ধাক্কাটা সামাল দেয়ার চেষ্টা করেন তিন নম্বরে ব্যাট হাতে নামা সোলোমন মির। কিন্তু সেই আশায়ও জল ঢেলে দেন ভারতের উদীয়মান পেসার মোহিত শর্মা। নামের পাশে(৯) রান যোগ হতেই মিরের ব্যাট ছুঁয়ে আবারও ধোনির গ্লাপসের ঠিকানা খুজে নেয় মোহিতের বলটি।
বাঁ-হাতি অলরাউন্ডার শন উইলিয়ামসকে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়ানোর আরেকটি চেষ্টা নেন অধিনায়ক টেইলর। এগিয়েও যান বেশ কিছুদূর। ৯৩ রানের দারুণ এক পার্টনারশিপ গড়েন এই দুই ব্যাটার। অর্ধশতক পূর্ণ হতেই অশ্বিনের ঘূর্ণিতে কট এন্ড বোল্ড হয়ে ফেরেন উইলিয়ামস(৫০)।
ভারতের পক্ষে মোহাম্মদ সামি, উমেশ যাদব ও মোহিত শর্মা প্রত্যেকে নিয়েছেন ৩টি করে উইকেট। একটি নিয়েছেন স্পিনার রবিচন্দন অশ্বিন।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়