নিজস্ব প্রতিবেদক:
জৈন্তার চারন কবি মরহুম মাওঃ আহমদ হুসাইন আত্হর চতুলী রহ. প্রতিষ্ঠিত আঞ্জুমানে মঈনুল ইসলাম বৃহত্তর চতুলের উদ্যোগে আগামীকাল সোমবার বিকাল ২টা থেকে ঐহিত্যবাহী চতুল বাজারে অনুষ্ঠিত হবে সিরাতুন নবী (সা.) মহাসম্মেলন ও ইমাম কনফারেন্স। উক্ত সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শায়খুল হাদীস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষীপুরী, আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী। এদিকে সম্মেলনকে সফল ও স্বার্থক করে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আঞ্জুমানে মঈনুল ইসলাম বৃহত্তর চতুলের সভাপতি মাওঃ আব্দুর রহমান আরিফ এবং সাধারণ সম্পাদক মাওঃ নুরুল ইসলাম নূমানী।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়