Tuesday, March 3

তিন জেলায় চার গাড়িতে আগুন, দগ্ধ ২


ঢাকা: ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলায় চার গাড়িতে আগুন দিয়েছে অজ্ঞাতরা। এতে দুই ট্রাক চালক দগ্ধ হয়েছেন। জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ফেনী সদর উপজেলার দেবীপুর এলাকার মা-মণি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাস ও একটি ট্রাকে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বাস ও ট্রাকটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়। বাস থেকে যাত্রীদের নামিয়ে আগুন দেয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহম্মদ পাঠান এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে কুমিল্লার দেবিদ্বারে একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।এতে ট্রাকের চালক দগ্ধ হয়েছেন। তার নামপরিচয় জানা যায়নি। তাকে উদ্ধার করে কুমিল্লা হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এছাড়া রাতে নোয়াখালীতে একটি ট্রাকে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রাক চালক দগ্ধ হয়েছেন। তার নামপরিচয় জানা যায়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়