Tuesday, March 17

ফেসবুকে বুদ্ধকে অবমাননা, মিয়ানমারে ৩ জনের জেল


আন্তর্জাতিক ডেস্ক, কানাইঘাট নিউজ: বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধকে অবমাননা করে ফেসবুকে পোস্ট দেয়ায় মিয়ানমারে ৩ ব্যক্তিকে আড়াই বছর করে জেল দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে নিউজিল্যান্ডের এক নাগরিকও রয়েছেন। গত বছরের ডিসেম্বরে দেয়া ওই ফেসবুকে পোস্টে বুদ্ধকে হেডফোন পরা অবস্থায় মদপানের প্রতিকৃতিতে দেখানো হয়। এ অপরাধে ওই মাসেই তাদের আটক করে পুলিশ। ইয়াঙ্গুনের একটি আদালতে মঙ্গলবার ভি গ্যাস্ট্রো পানশালার ম্যানেজার ও নিউজিল্যান্ডের নাগরিক ফিলিপ ব্ল্যাকউড (৩২) এবং তার সহযোগী হিসেবে পানশালাটির মালিক তুন থুরেন ও এর কর্মী হতুত কোকো লিউইনকে এ শাস্তি দেয়া হয়। মিয়ানমারের প্রচলিত আইনে যে কোনো ধর্মেরই অবমাননা করা অবৈধ। তবে ওই তিন আসামিই আদালতে আলাদাভাবে নিজেদের ওপর আনা অভিযোগ অস্বীকার করেছেন। তুন থুরেন বলেছেন, তিনি ওই ঘটনায় জড়িত নন। ব্ল্যাকউড একাই এ কাজ করেছেন। ব্ল্যাকউড জানিয়েছেন, তিনি আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়