ঢাকা: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার চিকিৎসায় ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদের পরামর্শক্রমে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ১১ নম্বর বিছানায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম। বুধবার দুপুরে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
যুগ্ম কমিশনার বলেন, মান্নার গ্রেপ্তার হওয়ার পরে তার একটি কনভারসেশন পেয়েছি। তিনি অস্ট্রেলিয়া প্রবাসি এক যুবকের সাথে কথা বলেছেন। তিনি ব্যবসায়ী না অন্য কোনো জব করেন তা নিশ্চিত হওয়া যায়নি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কোন সময় যে কেউ অসুস্থ হতে পারেন। তাকে রিমান্ডে কোন ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়নি। মান্না আদালতে বলেছেন তিনি উচ্চ রক্তচাপের রোগী। এ ছাড়া উচ্চ আদালতে রুল দেওয়া আছে। সে অনুযায়ী তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের কোন সুযোগ নেই। মান্না গত রাতে হাইপারটেনশনে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার জন্য ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদের পরামর্শমতে তাকে এখন বিশ্রামে রাখা হয়েছে। বিএনপি নেতা সাদেক হোসেন খোকার সঙ্গে মোবাইলে কথোপকথনের ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে রিমান্ডের আজ পঞ্চম দিন।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়