Thursday, March 19

এপ্রিলে নতুন ইনসুলিন আনছে নভো নরডিস্ক


কানাইঘাট নিউজ ডেস্ক: আগামী এপ্রিলে দেশের বাজারে রাইজোডেগ নামের নতুন ধরনের ইনসুলিন বাজারজাত করবে বিশ্বখ্যাত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নভো নরডিস্ক। বুধবার রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে ডেইলি স্টার সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট সুসানে স্ট্রোমার এ কথা জানান। এসময় অন্যান্যদের মধ্যে নভো নরডিস্ক ফার্মার ব্যবস্থাপনা পরিচালক রাজন কুমার, বিপণন বিভাগের প্রধান মোহাম্মদ সাইফুল উপস্থিত ছিলেন। আন্তজার্তিক ডায়াবেটিস ফেডারেশনের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, ডায়াবেটিসের কারণে গত বছর বাংলাদেশে এক লাখ ১১ হাজার ৩৭১ জন মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া ২০১৪ সালে দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় ৫৯ লাখ এসে দাঁড়িয়েছে এবং আগামী ২০৩০ সালে এ সংখ্যা প্রায় দ্বিগুণ হতে পারে। স্ট্রোমার বলেন, বাজার বাংলাদেশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সচেতনতা তৈরির মাধ্যমে এ দেশের ডায়াবেটিসের চিত্র পাল্টানো সম্ভব। আমরা এভাবেই বাংলাদেশ ডায়াবেটিসের চিত্র পাল্টাতে চাই। তিনি জানান, আগামী এপ্রিলে বাংলাদেশের বাজারে রাইজোডেক নামের এক নতুন ধরনের ইনসুলিন বাজারে আনছে নভো নরডিস্ক। প্রান্তিক পর্যায়ে উন্নত সেবা পৌঁছে দিতে এর দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। তিনি বলেন, আর্থিক উন্নতি দেখতে আমাদেরও ভালো লাগে। কিন্তু সাধারণ মানুষের স্বাস্থ্যহানির বিনিময়ে এ ধরনের উন্নতি কখনও কাম্য নয়। শক্তিশালী অর্থনীতি, পরিবেশ ও সমাজকে দীর্ঘমেয়াদী ব্যবসার ভিত্তি উল্লেখ করে নভো নরডিস্কের ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, ভালো সেবা প্রদান, সচেতনতা তৈরি, আগেভাগে রোগ শনাক্তে জোর দেয়া এবং সর্বোপরি স্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে মানুষকে সুস্থ, দীর্ঘ ও সুন্দর জীবন উপহার দিতেই আমরা কাজ করে যাচ্ছি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়