Wednesday, March 25

আনিসুল-সাঈদের পক্ষে কাজ করার নির্দেশ শেখ হাসিনার


ঢাকা: আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের সমর্থনপ্রাপ্ত প্রার্থী আনিসুল হক ও সাঈদ খোকনের পক্ষে কাজ করার জন্য ঢাকা মহানগরের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার গণভবনে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা এ নির্দেশ দেন। এ সময় বৈঠকে অন্যান্যদের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক এবং দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সহ-সভাপতি কামাল আহমেদ মজুমদার, একেএম রহমত উল্লাহ, ফয়েজউদ্দীন মিয়া, মুকুল চৌধুরী, শেখ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সিটি নির্বাচনে এখন যারা দল সমর্থিত প্রার্থীদের পক্ষে কাজ করবে এবং জায়গা ছেড়ে দিবে দল তাদেরকে পরে দল মূল্যায়ন করবে। ঢাকা দক্ষিণে হাজী সেলিমের প্রার্থিতার ব্যাপারে তিনি বলেন, আমি গতকালকে হাজী সেলিম বলে দিয়েছি, এমপি পদ থেকে তোমার পদত্যাগ করার দরকার নেই। তুমি সংসদ সদস্যই থাক এবং দলীয় প্রার্থীর পক্ষে কাজ কর। শুধু মেয়র নয় কাউন্সিলর পদেও একক প্রার্থীকে সমর্থন দেয়ার জন্য মহানগর নেতাদের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেন, মনোনয়নের ক্ষেত্রে দলীয় পদ বিবেচ্য নয়, বরং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকে সমর্থন দেয়া হবে। প্রসঙ্গত, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি কর্পোরশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মেয়র পদে প্রার্থিতার জন্য ঢাকা উত্তরে আনিসুল হক ও দক্ষিণে সাঈদ খোকনকে সমর্থন দিয়েছে ক্ষমতাসীন জোটের প্রধান দল আওয়ামী লীগ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়