Saturday, March 14

রাজকীয় বিদায় টেইলরের


ক্রীড়া ডেস্ক, কানাইঘাট নিউজ: এমন ‘রাজকীয়’ বিদায় ক’জনের ভাগ্যে জোটে যেমন দুর্দান্ত প্রতাপে একদিনের ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন জিম্বাবুয়ের অধিনায়ক ও ডানহাতি ব্যাটার ব্রেনডন টেইলর। আজ শনিবারই ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচ। লাল-হলুদ জার্সি গায়ে একদিনের ক্রিকেটে আর মাঠে দেখা যাবে না এই জিম্বাবুয়েনকে। কিন্তু যাওয়ার আগে শেষ বিদায়টাকে দারুণভাবে স্বরণীয় করে রাখলেন তিনি। নিজের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলেছেন ১৩৮ রানের চমৎকার এক ইনিংস। ১১০ বলের দীর্ঘ এ ইনিংসটাতে রয়েছে ১৫টি চার ও পাঁচটি বিশাল ছক্কার মার। তার অনবদ্য এ সেঞ্চুরির সুবাদেই শনিবার ভারতের সামনে ২৮৮ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে আগেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়া র‌্যাংকিংয়ের নিচের সারির এ দলটি। আর আজকের ম্যাচটি যদি জিততে পারে তবে তার বিদায়টা হবে আরও সোনায় সোহাগা। রাজকীয় বিদায় টেইলরের অকল্যান্ডের ইডেন পার্কে করা টেইলরের এ সেঞ্চুরির সুবাদে তিনিই এখন জিম্বাবুয়ের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। ১৬৭ ওয়ানডে থেকে তার সেঞ্চুরির সংখ্যা এখন আট। রয়েছে ৩২টি হাফ সেঞ্চুরিও। ওয়ানডে ক্যারিয়ারে ১৬৭ ম্যাচ থেকে করেছেন ৫,২৫৮ রান। ২০০৪ সালের ২০ এপ্রিল বুলাওয়েতে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। দশ বছরের দীর্ঘ এ ক্যারিয়ারে তার সময়কার সেরা খেলোয়াড় টেইলর। ওয়ানডে থেকে বিদায় নিলেও টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাবেন ৩০ বছর বয়সী এ ডানহাতি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়