Wednesday, March 25

জিয়া মুক্তিযুদ্ধের খলনায়ক ছিলেন: হানিফ


ঝিনাইদহ: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বেগম খালেদা জিয়া মানুষ পুড়িয়ে ক্ষমতায় যেতে চান। যে কারণে সারা বিশ্বে তিনি সন্ত্রাস ও জঙ্গি নেত্রী হিসেবে চিহ্নিত হয়েছেন। হানিফ বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের নায়ক নয়, তিনি ছিলেন খলনায়ক। কারণ তিনি জোরপূর্বক ক্ষমতায় এসে রাজাকারদের পুনর্বাসন করে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। বুধবার ঝিনাইদহ ওয়াজির আলী হাই স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। হানিফ অভিযোগ করে বলেন, খালেদা জিয়া জনগণের কথা ভাবেন না। তিনি অবরোধ ও হরতালে মানুষ পুড়িয়ে হত্যা করে নিজের মামলার হাত থেকে বাঁচাতে চান, যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চান।জিয়া মুক্তিযুদ্ধের খলনায়ক ছিলেন: হানিফ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কৃষি সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, কেন্দ্রীয় সদস্য অ্যাড সুবাশ চন্দ্র বোশ, সাবেক মন্ত্রী মন্নুজান সুফিয়ান এমপি, কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সাইফুজ্জামান শেখর, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহম্মেদ প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড আজিজুর রহমান। পরে দ্বিতীয় অধিবেশনে ঝিনাইদহ জেলা শাখার দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হন আব্দুল হাই, সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাইদুল করিম মিন্টু। এদিকে সম্মেলনে চেয়ারে বসা নিয়ে কর্মীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এতে ছয়জন আহত হন। দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় নেতারা মঞ্চে আসন গ্রহণ করলে পরিস্থিতি শান্ত হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়