Wednesday, March 4

৫০ হাজার নির্বাচনী কর্মকর্তা তৈরির উদ্যোগ ইসির


ঢাকা: ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন অনুষ্ঠানের জন্য ৫০ হাজারের বেশি ভোটগ্রহণ কর্মকর্তা প্রস্তুত করার জন্য সংশ্লিষ্ট ঢাকা জেলা অফিসে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার বিকালে নির্বাচন কমিশনের উপ-সচিব শামসুল আলম স্বাক্ষরিত একটি চিঠি ইসি থেকে ঢাকা জেলা অফিস কার্যালয়ে পাঠানো হয়েছে। সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. শাহালম ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচন কমিশন সচিবালয় থেকে আজ বিকালে একটি চিঠি পেয়েছি। চিঠিতে ভোট গ্রহণ কর্মকর্তাদের তালিকাসহ নির্বাচনী প্যানেল প্রস্তুতের কথা বলা হয়েছে। তিনি আরো বলেন, ডিসিসি নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের জন্য আমাদের ৩২ হাজার লোক নিয়োগ দিতে হবে। সবমিলিয়ে ৫০ হাজারের বেশি লোক প্যানেল তৈরিতে লাগবে। কতদিন সময় লাগতে পারে জানতে চাইলে বলেন, তালিকা তৈরিতে বিভিন্ন স্কুল কলেজে যেতে হবে। কারণ স্কুল কলেজের শিক্ষকদেরই এ ক্ষেত্রে নিয়োগ দেয়া হয়। তালিকা করার পর তাদের বাছাই করতে হবে। এরপরই তাদের প্রশিক্ষণ দেয়া হবে। এ ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন। এর আগে গত সোমবার ভোটকেন্দ্র ঠিক করতে সংশ্লিষ্ট জেলা অফিসে চিঠি দিয়েছে ইসি। গতকাল মঙ্গলবার ভোটার তালিকা বিন্যাস করে সিডি তৈরি করে ভোটারেদের নির্বাচন উপযোগী করতে চিঠি দিয়েছে ইসি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়