Wednesday, March 25

তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন


ঢাকা: একজন চেয়ারম্যান ও ১৪ জন সদস্য নিয়ে তিন পার্বত্য জেলা পরিষদ ৮ম বারের মতো পুর্নগঠন করা হয়েছে। আজ বুধবার বিকালে রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এক ফ্যাক্স বার্তায় বান্দরবান, খাগড়ছড়ি ও রাঙ্গামাটি জেলা পরিষদ পুর্নগঠন করে। বিকাল সাড়ে ৩টায় ফ্যাক্স বার্তাগুলো জেলা পরিষদে পাঠানো হয়। এর আগে একজন চেয়ারম্যান ও ৪ জন সদস্য নিয়ে জেলা পরিষদগুলো তাদের কার্যক্রম চালিয়েছে। এবারের পুর্নগঠিত জেলা পরিষদে মার্মা, চাকমা ত্রিপুরা ছাড়াও পাহাড়ের চাক, খেয়াং, বম, ব্রো সম্প্রদায়গুলো থেকে সদস্য নেয়া হয়েছে। এছাড়া পাহাড়ি ও বাঙালি থেকে দুজন নারী সদস্যও রাখা হয়েছে। ১৯৮৯ সালের সংধোধিত ১৬ এর ক ধারার উপধারা (২০১৪ এর সংধোধিত ৪ এর ২ উপধারার) প্রদত্ত ক্ষমতাবলে জেলা পরিষদগুলো পুর্নগঠন করা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়