Sunday, March 15

সোমবার দেশব্যাপী বিক্ষোভ ডেকেছে ছাত্রদল


ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধান না দেয়া, দেশের বিভিন্ন স্থানে সংগঠনের নেতাদের হত্যা, গুম, গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে সংগঠনটি। আজ রবিবার দুপুরে সংগঠনের সহ-সভাপতি নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান। ছাত্রদলের শীর্ষ এই দুই নেতা বলেন, “স্বৈরাচারী অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস চালাচ্ছে। পরিকল্পিতভাবে মানুষ হত্যা, অপহরণ, গুম এ সরকারের প্রধান বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। গ্রেপ্তার করে থানায় নিয়ে গুলি করে আহত ও পুঙ্গ করে দেয়া সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিদিনের রুটিনে পরিণত হয়েছে।” নেতৃদ্বয় সালাহ উদ্দিন আহমেদ, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সোহরাওয়ার্দী কলেজ শাখার সাধারণ সম্পাদক ইউসুফ কামাল জনি, তিতুমীর কলেজ ছাত্রদল নেতা মেহেদী হাসানকে নিঃশর্ত মুক্তি দিয়ে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়