Wednesday, March 11

মহারাষ্ট্রে গরু জবাই নিষিদ্ধে তৃণমূলের ক্ষোভ


আন্তর্জাতিক ডেস্ক, কানাইঘাট নিউজ: ভারতের মহারাষ্ট্র রাজ্যে গরু জবাই ও গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করে সম্প্রতি জারি করা আইনের সমালোচনায় এবার সরব হলেন তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ও’ব্রিয়েন। বুধবার মহারাষ্ট্র রাজ্য সভার এক অধিবেশনে তিনি এ ব্যাপারে তার উদ্বেগের কথা প্রকাশ করেন। তিনি বলেন, ‘ওই আইন শুধু অর্থনৈতিকভাবেই ক্ষতিকর প্রভাব ফেলবে না বরং গরু জবাইয়ের শাস্তি হিসেবে যে বিধান করা হয়েছে তা যৌন নিপীড়নের শাস্তির চেয়েও গুরুতর।’ জিরো আওয়ারের সময় বিষয়টি রাজ্য সভায় উত্থাপন করে ডেরেক ও’ব্রিয়েন বলেন, ‘বিষয়টিকে শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোন থেকে দেখলে চলবে না। কারণ সংখ্যালঘু এবং দলিতরা ছাড়াও উত্তর-পূর্ব অঞ্চলের জনগোষ্ঠীর একটি বিশাল অংশই গুরুর মাংস খায়। আর গরীবদের প্রোটিনের প্রধান উৎস গরুর মাংস।’ এছাড়া এর ফলে মাছ ও মুরগীর মতো অন্যান্য পশু মাংসের দামও বেড়ে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। গরুর মাংসের ব্যবসার সাথে জড়িতদের জীবন-জীবিকায়ও এর ক্ষতিকর প্রভাব পড়বে বলে মন্তব্য করেন ডেরেক। ডেরেক আরো বলেন, ‘যৌন নিপীড়নের শাস্তি হিসেবে জরিমানার পরিমাণের চেয়েও নিজ ঘরে বসে গরুর মাংস খাওয়ার শাস্তি হিসেবে জরিমানার যে পরিমাণ ধার্য্য করা হয়েছে তা অনেক বেশি।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়