ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘বিদেশি প্রভু নয়, জনগণের কাছে ধর্ণা দিন। বিদেশি প্রভুরা আপনাকে কেউ ক্ষমতায় বসাতে পারবেন না।’
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের এক প্রস্তুতি সভায় শুক্রবার দুপুরে তিনি এ কথা বলেন।
৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা সফল করার লক্ষ্যে ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এ প্রস্তুতি সভার আয়োজন করে।
মাহবুব-উল-আলম হানিফ, ‘আপনারা তথাকথিত হরতাল-অবরোধের মাধ্যমে হাজার হাজার মানুষকে অগ্নিদগ্ধ করেছেন। কিছুই লাভ হয় নাই। জনগণের ধিক্কার ছাড়া আর কিছুই পান নাই। এখন বিদেশি প্রভুদের কাছে ধর্ণা দিচ্ছেন। আকুলি-বিকুলি করছেন, কোনও লাভ হবে না।’
তিনি বলেন, ‘বাংলার জনগণ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। কোন বিদেশি প্রভু আপনাকে ক্ষমতায় বসাতে পারবে না। যতদিন বাংলার জনগণ না চাইবে ততদিন পর্যন্ত কেউ আপনাকে ক্ষমতায় বসাতে পারবেন না।’
হানিফ বলেন, ‘এখনো সময় আছে। ধ্বংসাত্মক কর্মসূচি প্রত্যাহার করেন। জাতির কাছে ক্ষমা চান। মানুষ হত্যার দায় স্বীকার করেন। তাহলে হয়ত বাংলার জনগণ নতুন করে আপনাকে নিয়ে ভাবলেও ভাবতে পারে।’
চলমান অবরোধ-হরতাল নিয়ে বিএনপি নেতা মাহবুবুর রহমানের বক্তব্য নিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি নেতারাও বলছে। এ সব কর্মসূচি জনগণ শুনছে না। এখন তাদের মধ্যেই প্রশ্ন উঠছে তাদের কর্মসূচি নিয়ে। বিএনপি নেতারাও হতাশ। কারণ তারা বুঝতে পেরেছে বাংলার জনগণ তাদের এই হরতাল প্রত্যাখ্যান করেছে।’
বায়তুল মোকাররম মসজিদে আরাফাত রহমান কোকোর জানাজায় বিএনপির লাখো নেতাকর্মীর অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া— ওই ঘটনা প্রমাণ করে, আপনার এখনো কর্মী-সমর্থক আছে। কিন্তু আপনি যখন কর্মসূচি দেন। তখন আপনার কোনো নেতাকর্মী মাঠে থাকে না, রাজপথে নামে না। কারণ আপনার নেতাকর্মীরাই এখন এই কর্মসূচি বিশ্বাস করে না।’
সংগঠনের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন— আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, ছাত্রলীগের সহ-সভাপতি জয়দেব নন্দী প্রমুখ।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়