ঢাকা: বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের খুঁজে বের করার ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আমরা আশা করবো সালাহ উদ্দিনের ব্যাপারে একটি ভাল খবর শোনা যাবে। সর্বমহল থেকে সর্বপ্রচেষ্টায় তাকে খুঁজে বের করা যাবে।
অজ্ঞাত স্থান থেকে সংবাদ বিজ্ঞপির মাধ্যমে বিএনপির কর্মসূচির ঘোষণার ইঙ্গিত করে তিনি বলেন, অন্তরালের রাজনীতি অন্তর্ধানে পরিণত হয়েছে। এই রাজনীতি যদি অন্তর্ঘাতে পরিণত হয় তাহলে তা হবে রাজনীতির জন্য অশুভ লক্ষণ।
তিনি বলেন, খালেদা জিয়ার দলীয় অফিস আছে। সেখান থেকে খবর পাঠালে কি হতো? এখন অন্তরালের রাজনীতি অন্তর্ধানে পরিণত হলো না? এধরণের নাটকীয়তা দুঃখজনক।
আ. লীগের এ প্রবীণ নেতা বলেন, আমরা কোন অজানার পথে চলছি তা আমরা নিজেরাই জানি না। রাজনীতি হবে জনসমর্থনে, জনগণকে নিয়ে প্রকাশ্যে।
সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এতদিন পরে বেগম সাহেব (খালেদা জিয়া) সংবাদ সম্মেলন করেছেন। মানুষ আশা করেছিল ওনি সহিংসতার রাজনীতি থেকে সরে আসবেন। কিন্তু তিনি তা আরও উস্কে দিয়েছেন।
সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার পাশে বিএনপির বড় কোন নেতার উপস্থিত না থাকা প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, খালেদা জিয়া সংবাদ সম্মেলন করলেন। কিন্তু তার পাশে কোন বড় নেতাকেই দেখলাম না। এতো বড় নেতা মওদুদ সাহেব। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, মন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী ছিলেন। তার টাইটেল লিখলে এক পাতা শেষ হয়ে যাবে। তাকেও দেখা গেল না। ব্যারিস্টার রফিকুর ইসলাম মিয়াকেও দেখলাম না।
তিনি বলেন, বাংলাদেশ বাংলাদেশই থাকবে। বাঙলী বাঙালিই থাকবে। এটাকে মধ্যপ্রাচ্য বানানো যাবে না। এদেশের সাধারণ মানুষকে উগ্রজঙ্গিবাদী বানানো যাবে না।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়