নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ জাপার কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন বলেছেন, জাতীয় পার্টি মহান সংসদে সত্যিকার অর্থে বিরোধী দলের দায়িত্ব পালন করে আসছে। সংসদ বর্জন না করে দেশের উন্নয়ন মূলক কর্মকান্ড এগিয়ে নেয়ার লক্ষে বিরোধী দল সরকারকে সহযোগীতা অপরদিকে সরকারের গণবিরোধী কর্মকান্ডেরও প্রতিবাদ করে আসছে। বিএনপি জামায়াত জোটের আন্দোলনকে দেশ বিরোধী আখ্যায়িত করে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, তাঁর নির্বাচনী এলাকা অবহেলিত কানাইঘাট ও জকিগঞ্জের জনগুরুত্বপূর্ণ দাবী-দাওয়া ইতিমধ্যে সংসদে তুলে ধরেছেন। এরই ধারাবাহিকতায় অনেক উন্নয়ন মূলক কর্মকান্ডের কাজ শুরু হয়েছে। কানাইঘাট ও জকিগঞ্জের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সহ চলমান উন্নয়ন মূলক কর্মকান্ড এগিয়ে নেয়ার লক্ষে দলমত নির্বিশেষে সকলের সহযোগীতার আহ্বান জানান তিনি। সেলিম উদ্দিন এমপি আজ শনিবার এলজিইডি’র অর্থায়নে নির্মিত কানাইঘাট ফতেহগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়, কোনাগ্রাম বীরদল সরকারী প্রাথমিক বিদ্যালয়, গাছবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বাউরভাগ দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২কোটি টাকা ব্যয়ে চার তলা বিশিষ্ট একতলা নির্মিত ৪টি একাডেমীক ভবনের শুভ উদ্বোধন পরবর্তী পৃথক কয়েকটি সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার শাহার সভাপতিত্বে এবং সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মাষ্টার খাজা আজির উদ্দিন ও ছাত্রনেতা আবুল কাশেমের যৌথ পরিচালনায় পৃথক এসব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জাপার সাধারণ সম্পাদক সৈয়দ আবুল কাশেম মন্টু, সহসভাপতি আব্দুস সহিদ লস্কর বশির, উপজেলা প্রকৌশলী রিয়াজ মাহমুদ, জেলা জাপা নেতা এড. আব্দুর রহিম, আলতাফুর রহমান, মর্তুজা আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন, রাজাগঞ্জ ইউপির চেয়ারম্যান ডাঃ মানিক মিয়া, ঝিংঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী, বাণীগ্রাম ইউপির চেয়ারম্যান শাহাব উদ্দিন, আ’লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, বাণীগ্রাম ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক সমাজসেবী ফারুক আহমদ,উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, তৈমুর রাজা, উপজেলা জাপা নেতা বাবুল আহমদ, কিউএম ফররুখ আহমদ ফারুক, জাকারিয়া, শামীম আহমদ, ফতেহগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনেয়ার হোছেন, নিজ গাছবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের ফজলুল করিম, কোনাগ্রাম বীরদল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ফয়জুল হোসেন, বাউরভাগ দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন সহ আ’লীগ, জাপা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়