কানাইঘাট নিউজ ডেস্ক:
তিউনিসিয়ার এক জাদুঘরে বন্দুকধারীদের হামলায় ২২ জন নিহত হওয়ার পর দেশটির প্রেসিডেন্ট বেজি কাইদ এসেবসি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।
এ হত্যাকান্ডকে বিভৎস উল্লেখ করে তিনি বলেন, এর সঙ্গে জড়িতদের কোনধরনের দয়া দেখানো হবে না। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে আছি। সংখ্যালঘু এই দানবগোষ্ঠী তিউনিসিয়ার মানুষকে ভয় দেখাতে পারবে না।
এ ধরনের সন্ত্রাসের শেষ না দেখা পর্যন্ত তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছেন তিনি। রাজধানী তিউনিসের বার্ডো জাদুঘরে বন্দুকধারীদের হামলায় নিহতদের মধ্যে জাপান, কলাম্বিয়া, অস্ট্রেলিয়া, ইতালি ও স্পেনের নাগরিক রয়েছে বলে জানা গেছে।
বন্দুকধারীরা এই জাদুঘরে অনেক পর্যটককে জিম্মি করে রেখেছিল। নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে দুই বন্দুকধারীও নিহত হয়। আহত হয় ৪০ জনের বেশি।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, বন্দুকধারীরা প্রথমে একটি গাড়িতে করে এসে পার্লামেন্ট ভবনে চড়াও হয় এবং গুলি চালাতে শুরু করে। বন্দুকধারীদের একজনকে পার্লামেন্ট ভবনের ছাদে দেখা গেছে।
ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী পুরো এলাকাটি ঘিরে ফেলে। পার্লামেন্ট ভবন থেকে সবাইকে সরিয়ে নেয়া হয়েছে।
যখন হামলা হয়, তখন পার্লামেন্টে একটি সন্ত্রাসবিরোধী আইন নিয়ে বিতর্ক চলছিল। তবে এই হামলার সঙ্গে এই আইন প্রণয়নের কোন সম্পর্ক আছে কিনা, সেটা স্পষ্ট নয়।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়