নিজস্ব প্রতিবেদক:
রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) প্রকল্প- ফেইজ-২ এর অর্ন্তভূক্ত কানাইঘাট উপজেলার ৪৩টি আনন্দ স্কুলে সরকারী উদ্যোগে শিক্ষার্থী ও স্কুলের জন্য ২০টি আইটেমের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা আনন্দ স্কুলের ট্রেনিং কো-অর্ডিনেটর ফারজানা রবির সভাপতিত্বে এবং ছোটফৌদ আনন্দ স্কুলের শিক্ষক মঞ্জুরুল আলমের পরিচালনায় শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, শিক্ষা উপকরণ ক্রয় কমিটির সদস্য কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, উপজেলা আনন্দ স্কুলের পার্টনার অর্গানাইজেসন প্রতিনিধি সিএম শাহিন আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও ধর্মপুর আনন্দ স্কুলের সিএমএম সভাপতি সাংবাদিক নিজাম উদ্দিন। বক্তব্য রাখেন, ক্রয় কমিটির সভাপতি ধর্মপুর আনন্দ স্কুলের শিক্ষক ফারুক আহমদ, কোষাধ্যক্ষ শাহরিয়ার তানভীর চৌধুরী, শিক্ষিকা খাদিজা বেগম, নাজিরা বেগম, মিজানুর রহমান, সুমন চন্দ প্রমুখ। শিক্ষা উপকরণ প্রাপ্ত ৪৩টি স্কুলের শিক্ষক/শিক্ষিকাদের উপস্থিতিতে ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ শিক্ষা উপকরণ তুলে দেন। এসময় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে দেশের যে সকল জেলা ও উপজেলা প্রাথমিক পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে রয়েছে সেসব এলাকায় ঝরে পড়া শিশুদের খোঁজে বের করে শতভাগ স্বাক্ষরতা মুক্ত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য আনন্দ স্কুলের যাত্রা শুরু হয়েছে। এক্ষেত্রে স্কুলের শিক্ষকদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে নিজ এলাকার শতভাগ শিক্ষার্থীদের স্কুলে ভর্তি করার জন্য অগ্রণি ভূমিকা পালন করতে হবে।
Share via email
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
শিক্ষাঙ্গন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়