ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোটছেলে আরাফাত রহমান কোকোর চেহলাম অনুষ্ঠানে আনা তেহারি পর্যাপ্ত না হওয়ায় তা নিয়ে টানাহেচড়া হয়েছে। খাবার না পেয়ে অনেকে ক্ষুব্ধ হয়ে চলে গেছেন।
বুধবার বিকাল ৫টা ১০ মিনিটে কোকোর চেহলাম উপলক্ষে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে পাঁচটার পর মোনাজাত শেষ হলে তেহারি বিতরণ করা হয়। কিন্তু অংগ্রহণকারীদের তুলনায় তেহারি পর্যাপ্ত ছিল না। ফলে অনেকেই তেহারি পাননি। এ সময় খাবার নিতে ভিড় জমলে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। অনেকেই তেহারি না নিয়েই চলে যান।
কোকোর মোনাজাতে অংশ নেন বেগম খালেদা জিয়া। কার্যালয়ে নিজ রুমে বসেই তিনি এই মোনাজাতে অংশ নেন।
মোনাজাতে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক উল হকও অংশ নেন। বেগম খালেদা জিয়ার সাঙ্গে কথা হয়েছে কিনা জানতে চাইলে এই আইনজীবী সাংবাদিকদের বলেন, কথা হয়েছে। কিন্তু কী কথা হয়েছে সেটা আপনাদের বলা যাবে না।
মোনাজাতে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান এবং কার্যালয়ে অবস্থানরত নেতা ও কর্মকর্তারা অংশ নেন।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়