নিজস্ব প্রতিবেদক:
সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাট সড়কের বাজার মাছুগ্রাম নামক স্থানে গত শনিবার সড়ক দূর্ঘটনায় নেজাম উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাঁকে আশংকা জনক অবস্থায় সিলেট ওমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, শনিবার বিকেল ২টার দিকে সিলেট-ন-১১-১২৫৮ নাম্বারে একটি পিকআপ ট্রাক অপর একটি পিকআপের সাথে মুখামুখি সংঘর্ষ হলে জকিগঞ্জ উপজেলার বাল্লা গ্রামের মৃত ইব্রাহীম আলীর পুত্র নেজাম উদ্দিন সহ কয়েকজন আহত হন। তাদের মধ্যে নেজাম উদ্দিনের অবস্থা আশংকা জনক। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে আহতের পরিবারের সদস্যরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়