নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা সীমান্তবর্তী ২নং লক্ষীপ্রসাদ ইউপি’র বড়বন্দ ৩য় খন্ড গ্রাম থেকে ৪৮ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আব্দুল করিম (৪২)। সে উক্ত গ্রামের একরাম আলীর ছেলে। এ ব্যাপারে কানাইঘাট থানার এসআই সুজন কুমার আচার্য্য বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২(গ) ধারায় কানাইঘাট থানায় একটি মামলা রুজু করেছেন। মামলার বিবরণ থেকে জানা যায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীর নেতৃত্বে এসআই সুজন কুমার আচার্য্য, এএসআই গোলাম মোস্তফা সহ সংঙ্গীয় ফোর্স নিয়ে রোববার রাতে নিয়মিত টহলে বের হন। টহলরত অবস্থায় রাত অনুমান ২ ঘটিকার সময় ধৃত আসামীর বাড়ীতে শোরগোল শুনে সেখানে এগিয়ে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন লোক দৌড়ে পালিয়ে যায়। এসময় তারা আব্দুল করিমের কাছে গভীর রাতে তার বাড়ীতে লোকজন কেন শোরগোল করছিল জানতে চাইলে সে কোন সদুত্তর দিতে পারেনি। এতে পুলিশের সন্দেহ হলে তারা আসামীর ঘর ও ঘরের আশপাশ এলাকা তল্লাশী করে ৪ কার্টুন (৪৮ বোতল) ভারতীয় অফিসার চয়েস মদ উদ্ধার করেন। মামলায় উদ্ধারকৃত মদের মূল্য প্রায় ৯৬ হাজার টাকা হবে বলে উল্লেখ করা হয়েছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়