Saturday, March 14

চরম বিপর্যয়ে স্কটল্যান্ড, সাজঘরে পাঁচ


ক্রীড়া ডেস্ক, কানাইঘাট নিউজ: হোবার্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে হেরে ব্যাট করছে স্কটল্যান্ড। শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় শুরু হওয়া এ ম্যাচে টসে জিতে স্কটল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক। কিন্তু ইনিংসের শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পুল এ এর পয়েন্ট টেবিলের তলানীতে থাকা স্কটিশরা। দলীয় সংগ্রহ অর্ধশতকের ঘরে নিতেই তারা হারিয়েছে টপওর্ডারের পাঁচ ব্যাটসম্যানকে। নামের পাশে কোন রান যোগ হতেই ফিরে যান অসিদের প্রথম শিকারের পরিণত হন ওপেনার কাইল কোটজার। এরপর একে একে ফিরে যান আরেক ওপেনার ক্যালুম ম্যাকলয়েড(২২), রিসটন মমসেন(০), কোলেমন(০) ও বেরিংটন(১) রানে। ক্রিজে আছেন এই মুহূর্তে ম্যাট ম্যাছান(২৮) ও ম্যথু ক্রস(০) রানে।রিপোর্ট লেখা পর্যন্ত ১২ ওভার থেকে স্কটিশদের সংগ্রহ পাঁচ উইকেটে ৫৭। অস্ট্রেলিয়া স্কোয়াডঃ অ্যারোন ফিঞ্জ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মাইকেল ক্লার্ক(অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, শেন ওয়াটসন, ব্রাড হাডিন, জেমস ফকনার, মিশেল জনসন, মাইকেল স্টার্ক ও প্যাট কামিন্স। স্কটল্যান্ড স্কোয়াডঃ প্রিসটন মমসেন, কাইল কোটজার, রিচি বেরিংটন, ফেডি কোলেমন, ম্যাথু ক্রস, জোস ডেভি, অ্যালেসডিয়ার ইভানস, হামিশ গার্ডিনার, মজিদ হক, মাইকেল লিস্ক, ম্যাট ম্যাছান, ক্যালুম ম্যাকলয়েড, সাফফান শরীফ, রব টেইলর ও লেইন ওয়ার্ডল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়