Sunday, March 15

উচ্চ রক্তচাপের মতোই ভয়ঙ্কর নিম্ন রক্তচাপ


কানাইঘাট নিউজ ডেস্ক: নিম্ন রক্তচাপ এবং উচ্চ রক্তচাপজনিত সমস্যার সঙ্গে সকলেই কমবেশি পরিচিত। উচ্চ রক্তচাপ যেমন দেহের জন্য খারাপ তেমনই নিম্ন রক্তচাপের কারণেও দেহে নানা সমস্যা দেখা দেয়। রক্তচাপ অর্থাৎ রক্তের সিস্টোলিক চাপ ৯০ মি.মি.পারদ এর নিচে এবং ডায়াস্টলিক চাপ ৬০ মি.মি. এর নিচে থাকে তখনই তাকে নিম্ন রক্তচাপ বলে। যাদের রক্তচাপ অস্বাভাবিক হারে নিয়মিত কম থাকে তাদের হৃদপিণ্ডে, মস্তিষ্কে এবং নার্ভের সমস্যা দেখা দেয়। নিম্ন রক্তচাপ সমস্যা দীর্ঘদিন থাকলে মস্তিষ্ক এবং দেহের অন্যান্য অঙ্গে রক্ত সরবরাহ কম হয়। যার কারণে মস্তিষ্ক এবং অন্যান্য অঙ্গে অক্সিজেন এবং পুষ্টির অভাব হতে থাকে। এতে করে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। নিম্ন রক্তচাপ অর্থাৎ হাইপোটেনশনের প্রথম ও প্রধান লক্ষণ হচ্ছে মাথা ঘোরানো ও চোখে ঘোলা দেখা। রক্তচাপ অনেক কম হলে মস্তিষ্কে রক্ত এবং অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। প্রচণ্ড বুকে ব্যথাও হতে পারে। স্বাভাবিক মানুষের তুলনায় দ্রুত শ্বাস-প্রশ্বাস নেবেন। নিম্ন রক্তচাপ রোগীর হার্টবিট রেট উঠানামা করবে অর্থাৎ অনিয়মিত হার্টবিট রেট হবে। প্রায়ই জ্বর থাকবে। খুব বেশি নয় ১০১ ডিগ্রি ফারেনহাইটের মতো জ্বর উঠে। নির্দিষ্ট কারণ ছাড়াই প্রচণ্ড মাথা ব্যাথা হবে। দীর্ঘদিন যাবত ডায়রিয়ার সমস্যায় ভুগতে দেখা যাবে। নিম্নরক্ত চাপের কারণে প্রচণ্ড দুর্বলতা কাজ করবে এবং অল্পতেই হাঁপিয়ে উঠার সমস্যা দেখা দেবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়