আন্তর্জাতিক ডেস্ক,কানাইঘাট নিউজ:
পেস্ট কিনলে ব্রাশ ফ্রি কিংবা মোবাইল কিনলে মেমরি কার্ড ফ্রি, এসব এখন পুরনো। ক্রেতা আকর্ষণে বিজ্ঞাপন হতে হবে সবচেয়ে আলাদা। তাই বলে বাড়ি কিনলে বউ ফ্রি!!!।
বাস্তবিক এমন একটি বিজ্ঞাপন এখন দৃষ্টি আকর্ষণ করছে সোশ্যাল মিডিয়ায়। ইন্দোনেশিয়ার এক নারী বাড়ি বিক্রির বিজ্ঞাপন এভাবেই দিয়েছেন।
উইনা লিয়া নামে ওই নারীর বাড়িটি বিক্রি করা হবে। সেই সঙ্গে ক্রেতার জন্যে রয়েছে লোভনীয় ছাড়ও। সেখানেই লেখা আছে, বাড়িটিতে মিলবে বাগান, গ্যারেজ ও একজন স্ত্রী। ৪০ বছরের ওই নারীকে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁর সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সেখানে তিনি স্পষ্টই জানিয়েছে, এই বিজ্ঞাপনে তাঁর কোনো আপত্তি নেই। এমনিতেও তিনি একজন স্বামী খুঁজছেন।
৬ একর জমির উপর নির্মিত এই বাড়িতে ২ টি বেডরুম এবং ২ টি বাথরুম রয়েছে।
বাড়ির মালিক ওই নারী জানিয়েছেন, তিনি যতবার প্রেমে পড়ছেন তা ব্যর্থ হয়েছে। তাই এবার এরকম পরিকল্পনা বানিয়েছেন তিনি।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়