Friday, March 6

সৌদির নেতৃত্বে সুন্নি রাষ্ট্রগুলোর ঐক্য নিয়ে জল্পনা


কানাইঘাট নিউজ ডেস্ক: বর্ণ-গোত্র নির্বিশেষে মুসলিম উম্মাহর ঐক্য চায় পাকিস্তান সরকার। কোনো মুসলিম দেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে জাতি বা সম্প্রদায়কে বিবেচনায় নেয়া ঠিক না। বৃহস্পতিবার পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাসনিম আসলাম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। মধ্যপ্রাচ্যের উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলো এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে কথিত হুমকির বিরুদ্ধে সুন্নি রাষ্ট্রগুলোকে সৌদি আরব ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে-প্রকাশিত এমন খবর সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা বলেন। তিনি বলেন,‘পাকিস্তান সবসময় মুসলিম উম্মাহর পাশে দাঁড়িয়েছে এবং এ ক্ষেত্রে কোনো বর্ণ,গোত্র কিংবা সম্প্রদায়কে বিবেচনায় নেয়া হয় না।’ এর আগে রাজা সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের আমন্ত্রণে নওয়াজ শরীফ তিনদিনের জন্য সৌদি আরব সফর করেছেন। এ সময় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিও সৌদি আরব সফর করেন। এ তিন নেতার একসঙ্গে রিয়াদ সফর করার পর সৌদি নেতৃত্বে সুন্নি রাষ্ট্রগুলোর মধ্যে আলাদা ঐক্য গড়ে তোলার বিষয়ে জল্পনা জোরদার হয়েছে। বুধবার নওয়াজ শরীফ ও রাজা সালমানের মধ্যে বৈঠক হয়। দু দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। তবে কী ধরনের নিরাপত্তা সহযোগিতা বাড়ানো হবে তা এখনো স্পষ্ট নয়। বর্তমানে পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের প্রশিক্ষণ, যৌথ মহড়া এবং অভিযানের প্রস্তুতিমূলক সহযোগিতার সম্পর্ক রয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়