Wednesday, March 18

কানাইঘাটে জাপা’র দলীয় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ : পুলিশের লাঠি চার্জ


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে দলীয় আধিপত্য বিস্তার নিয়ে বুধবার জেলা জাপার নব গঠিত আহ্বায়ক কমিটি এবং সেলিম উদ্দিন এমপি সমর্থিত নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে উপজেলা জাপার দু’গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, নবগঠিত জেলা জাপার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সম্ভাব্য কানাইঘাট আগমন উপলক্ষ্যে উপজেলা জাপার একাংশের নেতাকর্মীরা বুধবার বিকেল ৪টায় স্থানীয় আল রিয়াদ কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভার আয়োজন করে। এ মতবিনিময় সভাকে কেন্দ্র করে জেলা জাপার আহ্বায়ক কমিটি সমর্থিত নেতাকর্মীদের সাথে সিলেট-৫ কানাইঘাট-জকিগঞ্জ আসনের জাপা সমর্থিত সাংসদ ও জেলা জাপার সাবেক সভাপতি সেলিম উদ্দিন সমর্থিত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বুধবার মতবিনিময় সভা শেষ করে বিকেল ৫টার দিকে জেলা জাপার আহ্বায়ক আব্দুল্লাহ সিদ্দিকী সমর্থিত উপজেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক আলা উদ্দিন মামুন ও জাপা নেতা কানাইঘাট পৌরসভার প্যানেল মেয়র হাজী আব্দুল মালিক ও শামীম আহমদের নেতৃত্বে নেতাকর্মীরা কমিউনিটি সেন্টার থেকে বের হওয়া মাত্র এমপি সেলিম উদ্দিন সমর্থিত জাপা নেতাকর্মীরা তাদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। এসময় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের শুরু হলে কানাইঘাট থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠি চার্জ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।এসময় পুলিশ শিহাব উদ্দিন নামে এক তরুণকে আটক করে। সংঘর্ষে জাপা নেতা আলা উদ্দিন মামুন, হেলাল আহমদ সহ কয়েকজন ফুলা ছেঁছা জখম হন। তারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সভা আহ্বান কারী জাপা নেতা আলা উদ্দিন মামুন কানাইঘাপট নিউজকে জানান, জেলা জাপার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ এবং সিলেট বিভাগ জাপার সমন্বয়কারী তাজ রহমানের সম্ভাব্য কানাইঘাট আগমন উপলক্ষ্যে পূর্ব ঘোষিত অনুযায়ী বুধবার বিকেল ৪টায় ঘরোয়া পরিবেশে আল রিয়াদ কমিউনিটি সেন্টারে উপজেলা জাপার ৯টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একপর্যায়ে সভা শেষ করে বিকেল ৫টায় বের হওয়ার সময় জাপা নেতা বাবুল আহমদ, এনাম, মানিক, শামীম ও জাকারিয়া নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ এবং আমাদের শ্রদ্ধেয় নেতা পার্টির যুগ্ম মহাসচিব সেলিম উদ্দিন এমপির নামে স্লোগান দিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে। একপর্যায়ে দলের নেতাকর্মী ও পুলিশের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়। অপরদিকে উপজেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক বাবুল আহমদ জানিয়েছেন, জেলা জাপার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ কানাইঘাটে আসবেন এব্যাপারে সভা আয়োজন করা হলেও আমি সহ দলের অধিকাংশ নেতাকর্মীরা কিছুই জানিনা। গণ বিচ্ছিন্ন আলা উদ্দিন মামুন গুটি কয়েক নেতাদের নিয়ে বৈঠকে বসলে সেখানে জাপা কর্মী হেলাল আহমদ গেলে তাকে মারধর করা হয়। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে দলীয় নেতাকর্মীদের ধাওয়া খেয়ে আলা উদ্দিন মামুন গংরা পালিয়ে যায় বলে উভয় পক্ষ একে অপরকে দায়ী করেছেন। থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানিয়েছেন জাপার দু’গ্রুপের মধ্যে সংর্ঘষ হলে পুলিশ লাঠি চার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ এবং একজনকে আটক করে। প্রসঙ্গত যে, সেলিম উদ্দিন কানাইঘাট-জকিগঞ্জ আসনের সংসদ সদস্য মনোনীত হওয়ার পর থেকে এমপির নৈকট্য লাভ পেতে উপজেলা জাতীয় পার্টিতে মৌসুমী নেতাদের আর্বিভাব ঘটেছে। দীর্ঘদিন ধরে কানাইঘাটে জাপার কার্যক্রম নামকাওয়াস্তে চললেও এমপি সেলিম উদ্দিন নির্বাচিত হওয়ার পর ভাগবাটোয়ারা আসায় দলের নেতাকর্মীরা পদ পদবী পেতে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় নেমেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়