Thursday, March 19

কানাইঘাট ভয়াবহ অগ্নিকান্ড:১০টি দোকান ঘর পুড়ে ছাঁই ॥ ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি একতলা পাকা দোকান ঘরের সম্পূর্ণ মালামাল পুঁড়ে গিয়ে প্রায় ২০ লক্ষ টাকার য়তি সাধিত হয়েছে। বুধবার মধ্য রাতে কানাইঘাট থানা রোডে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, থানা রোডে অবস্থিত আহাদ মিয়ার লেপ তুষকের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরবর্তীতে খুব দ্রুত আগুনের লেলিহান শিখা অন্যান্য দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছে এনাম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, শাওন অটো পার্টস, সুমন সাইকেল রিপিয়ারিং হাউস, ঢাকা সিএনজি ওয়ার্কশপ, আলমোবারাকা টেইলার্স ও হেলাল মিয়ার তুলার গুদামঘর। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে। দোকান মালিকরা জানিয়েছেন, এ অগ্নিকান্ডে তাদের প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে কানাইঘাটে কোন ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পার্শ্ববর্তী জকিগঞ্জ ও দক্ষিণ সুরমার আলমপুর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় জনতা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলে পাশ্ববর্তী বহু ব্যবসা প্রতিষ্টান অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পায়। ওপর দিকে বুধবার মধ্য রাতে পৃথক অগ্নিকান্ডে গোসাইনপুর গ্রামে একটি বসতঘর এবং দুলর্ভপুর গ্রামে দুটি খড়ের ঘর পুড়ে গিয়ে লক্ষাধিক টাকার ক্ষয়য়তি সাধিত হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়