নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করায় উপজেলার বাণীগ্রাম ইউপির মাছুখাল ব্রীজ সংলগ্ন মাঠে বুধবার নয়াগ্রাম সমাজ কল্যাণ সমিতি ডাকে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল পন্ড হয়ে গেছে। এ নিয়ে এলাকার ধর্মপ্রাণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর কাছ থেকে জানা যায় রেজিষ্ট্রার ভুক্ত সামাজিক সংগঠন স্থানীয় নয়াগ্রাম সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে প্রথম বারের মতো আয়োজিত বুধবারের তাফসীরুল কোরআন মাহফিলকে সামনে রেখে এলাকায় মাইকিং ও পোস্টারিং করা হয়। গত মঙ্গলবার রাতে মাছুখাল ব্রীজ সংলগ্ন মাঠে ওয়াজ মাহফিলের প্যান্ডেলের কাজ শুরু হলে এলাকার আরো একটি গ্রুপ একই স্থানে পাল্টা মাহফিলের ডাক দেয়।
এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে শান্তিশৃঙ্খলা রক্ষার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া তাফসীর মাহফিলের স্থল ও আশপাশ এলাকায় সব ধরনের সভা সমাবেশ, মিছিল, মাইকিং ও গণজমায়েত নিষিদ্ধ করে বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারির ঘোষণা দিয়ে মঙ্গলবার রাতে এলাকায় প্রশাসনের উদ্যোগে মাইকিং করা হয়।
বুধবার সকালে কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরীর নেতৃত্বে মাহফিলের স্থল ও আশপাশ এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। সরেজমিনে বিকেল ৩টায় গিয়ে দেখা যায় তাফসীর মাহফিলের আয়োজনকারীরা মাহফিলের প্যান্ডেল খুলে নিচ্ছেন। জারিকৃত স্থানে এলাকার যুবক ও তরুণরা ফুটবল খেলছেন। মাহফিলের আয়োজনকারী নয়াগ্রাম সমাজ কল্যাণ সমিতির নেতৃবৃন্দ জানান দলমত নির্বিশেষে সম্মিলিত ভাবে ২০০১ সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে সংস্থার নিজস্ব অর্থায়নে এলাকায় রাস্তাঘাট ইটসলিং করন, প্রতিবছর বৃত্তি পরীক্ষার আয়োজন এবং এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে আসছে তারা। প্রথম বারের মতো তাফসীর মাহফিলে আয়োজন করলে এলাকার গুটি কয়েক ব্যক্তির অদৃশ্য ইশারায় স্থানীয় প্রশাসন মাহফিলস্থলে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ১৪৪ ধারা জারি করার কারনে তাফসীর মাহফিল পন্ড হয়ে যায়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়