ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। সৌন্দর্যবর্ধনসহ সব প্রস্তুতি শেষ হয়েছে এরই মধ্যে। স্মৃতিসৌধ প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্ছিদ্র করতে ২৬ মার্চ সকাল পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে সাধারণ মানুষের প্রবেশ।
মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের সম্মান জানাবে পুরো জাতি। সারা দেশ মেতে উঠবে স্বাধীনতার উৎসবে, এর কেন্দ্রবিন্দু হবে সাভারের জাতীয় স্মৃতিসৌধ।
গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী রেজাউল হক বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসৌধের সৌন্দর্যবর্ধনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, স্মৃতিসৌধ থেকে গাবতলী পর্যন্ত পুরো রাস্তায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রী পরিষদের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামরিক কর্মকর্তা, বিদেশি কূটনীতিকসহ শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ। -
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়