নিজস্ব প্রতিবেদক:
২০১৪ সনের প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে কানাইঘাটের ৪৩জন শিক্ষার্থী টেলেন্টপুল এবং ৭৪জন শিক্ষার্থী ৫ম শ্রেণির জেনালের বৃত্তি পেয়েছেন। গত বছরের চেয়ে উপজেলা পর্যায়ে এবছর প্রাথমিক বৃত্তির সংখ্যা বেড়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। তবে এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নামি-দামী স্কুল গুলোকে পিছনে ফেলে প্রত্যন্ত অঞ্চলের বেশ কয়েকটি প্রাথমিক স্কুল বৃত্তির তালিকায় উপরে উঠে এসেছে। উপজেলা পর্যায়ে জুলাই সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫টি টেলেন্টপুল, ১টি জেনারেল বৃত্তি পেয়ে প্রথম এবং জয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪টি টেলেন্টপুল ১টি জেনারেল বৃত্তি পেয়ে দ্বিতীয় ও দিঘীরপার সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪টি টেলেন্টপুল বৃত্তি পেয়ে তৃতীয় হয়েছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
শিক্ষাঙ্গন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়