Saturday, March 21

বোল্ট আঘাতে নড়বড়ে উইন্ডিজ শিবির


ক্রীড়া ডেস্ক: নিউজিল্যান্ডের দেয়া ৩৯৪ রানের পাহাড় সমান লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের ১.২ ওভারে দলীয় ৪ রানে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ওপেনার জনসন চার্লস। তিনি করেন মাত্র ৩ রান। পরে মেরে খেলার চেষ্টা করছিলেন গেইল ও সিমন্স। কিন্তু ৫.৩ ওভারে বোল্টের বলে গাপটিলের হাতে ক্যাচ হন সিমন্স। তারপরও ঝড়োয়া ব্যাট করছিলেন গেইল ও স্যামুয়েলস। কিন্তু বোল্টের বলে বাউন্ডিারির কাছ থেকে দর্শনীয় একটি ক্যাচ নিয়ে স্যামুয়েলসকে সাজঘরে ফেরান ভেট্রোরি। একই ওভারে রামদিনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন বোল্ট। দলের এমন বিপর্যয়ের মুহূর্তে দায়িত্ব নিয়ে ব্যাট করছিলেন গেইল। কিন্তু ইনিংসের ১৬.১ ওভারে অ্যাডাম মিলনের বলে বোল্ড হয়ে হতাশার সাথে সাজঘরে ফিরতে হয় তাকে। তিনি ৩৩ বল মোকাবেলা করে ৬১ রান করেন। তার এই ইনিংসের মধ্যে ৮টি ছয় ও দুইটি চারের মার রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ ১৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩০ রান। এখন মাঠে আছেন কার্টার (১৪) ও সামি (১১)। এর আগে প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৯৩ রান করে নিউজিল্যান্ড। কিউই ওপেনার মার্টিন গাপটিল করেন অপরাজিত ২৩৭ রান। এটি বিশ্বকাপের ইতিহাসে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়