Wednesday, March 11

যোগ্য কর্মকর্তাদের পদোন্নতির সুপারিশ


ঢাকা: প্রশাসনে পদোন্নতি বিধিমালা অনুযায়ী যোগ্যতাসম্পন্ন কর্মকর্তাদের দ্রুততম সময়ে পদোন্নতি দেয়ার জন্য সুপারিশ করেছে ‘জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বুধবার জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সপ্তম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সরকারি কর্মচারী আইন ২০১৪ (সংশোধিত খসড়া) সম্পর্কে আলোচনা করা হয়। কমিটির বৈঠকে জানানো হয়, প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সুপারিশ অনুযায়ী সংশোধিত সরকারি কর্মচারী আইন-২০১৪ এর খসড়া নীতিগত অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদে উপস্থাপনের নিমিত্ত প্রধানমন্ত্রী বরাবর সার-সংক্ষেপ প্রেরণ করা হলে প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী সরকারি কর্মচারী আইন, ২০১৫ আকারে মন্ত্রিপরিষদ সভায় দ্রুততম সময়ে উপস্থাপন করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। বৈঠকে বিদেশি মুক্তিযোদ্ধাদেরকে প্রদত্ত সম্মাননা পদকসংক্রান্ত তদন্ত কমিটিকে সুস্পষ্ট প্রতিবেদন আগামী এপ্রিল ২০১৫ মধ্যে প্রদানের সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকটি সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটি সদস্য এ. বি. এম ফজলে করিম চৌধুরী, র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মো. আব্দুর রহমান, মো. আব্দুল্লাহ, মুস্তফা লুৎফুল্লাহ, আমিনা আহমেদ এবং খোরশেদ আরা হক বৈঠকে উপস্থিত ছিলেন। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বিশেষ আমন্ত্রণে বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়