Sunday, March 15

নাচলেন মিশেল ওবামা


আন্তর্জাতিক ডেস্ক, কানাইঘাট নিউজ: দ্য এলেন ডি জেনেরেস শো নামে একটি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে গানের সঙ্গে পা মেলালেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী আমেরিকার ফার্স্ট লেডি মিশেল ওবামা। মার্ক রবিনসন ও ব্রুনো মার্সের গাওয়া জনপ্রিয় একটি গানের তালে তালে নেচেছেন তিনি। সম্প্রতি হোয়াইট হাউসের তরফে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, তার পরণে কালো টি শার্ট, সাদা ট্রাউজার্স। উপরে কালো জ্যাকেট। পায়ে সাদা রংয়ের ট্রেন্ডি স্নিকার। ভিডিওতে সহশিল্পীদের সঙ্গে রীতিমতো রকিং মুডে নাচতে দেখা গেছে মিশেলকে। এলেন ডি জেনেরেসের একটি শোতে তার ‘লেটস মুভ’ নামের একটি অভিযানের ৫ বছর উদযাপনে উপস্থিত ছিলেন ৫১ বছর বয়সী বারাক-পত্নী। এই অভিযানের লক্ষ্য, মানুষকে স্বাস্থ্যকর জীবনযাত্রা ও শরীরচর্চা সম্পর্কে সচেতন করা। সেই উপলক্ষ্যেই মিশেল নিজেও গানের সঙ্গে পা মেলান ও সকলকে শারীরিকভাবে সুস্থ থাকার পরামর্শ দেন। শুধু মিশেলই নন, এই সংস্থার সঙ্গে জড়িত আছেন আরও অনেক তারকা। তাদের সকলকেই এই ধরণের সচেতনতা বাড়ানোর কাজে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন অনুষ্ঠানের সঞ্চালক স্বয়ং এলেন ডি জেনেরেস।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়