Monday, March 23

গরম বাড়লে সোয়াইন ফ্লুর দাপট কমতে পারে


কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতে এ পর্যন্ত সোয়াইন ফ্লু-তে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৯০০ তে দাঁড়িয়েছে। এখনও আক্রান্ত প্রায় ৩২ হাজার। দেশটির এ প্রেক্ষাপটে আশার কথা শোনা যাচ্ছে চিকিৎসকদের মুখে। চিকিৎসকরা বলছেন, গরম বাড়ার সঙ্গে সঙ্গে সোয়াইন ফ্লু অর্থাৎ এইচ ওয়ান এন ওয়ান ভাইরাসের দাপটও কমবে। ভারতের সংবাদমাধ্যম এবিপি আনন্দের এক প্রতিবেদন বলা হয়েছে, ভারতের গুজরাটে সোয়াইন ফ্লু’তে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ রাজ্যে ৪০৭ জনের মৃত্যু হয়েছে। রাজস্থানে মৃতের সংখ্যা ৪০০। ২০ মার্চ পর্যন্ত ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের গৃহীত পরিসংখ্যান অনুযায়ী, মহারাষ্ট্রে ৩৪২ জন, মধ্যপ্রদেশে ২৭৯জন, কর্ণাটকে ৭৭, তেলঙ্গানায় ৭৫ এবং পাঞ্জাবে ৫৩ জনের সোয়াইন ফ্লুতে মৃত্যু হয়েছে। চিকিৎসকদের মতে, সোয়াইন ফ্লু- ঠান্ডায় দ্রুত সংক্রমণ হয়। গরম বাড়লে এইচ ওয়ান এন ওয়ান ভাইরাস বেঁচে থাকতে পারে না। দেশটিতে যেহেতু গরম পড়তে শুরু করেছে, তাই সোয়াইন ফ্লুর দাপট কমার সম্ভাবনা তৈরি হয়েছে। কয়েকদিন আগে দেশটির স্বাস্থ্যসচিব জানান, গরম যেহেতু বাডছে, আশা করা যায় দাপট কমবে। প্রার্থনা একটাই, বসন্তেই যেন গরম যেন চলে আসে। গরম ছাড়া এই সংক্রমণ ঠেকানোর উপায় নেই।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়