কানাইঘাট নিউজ ডেস্ক:
সিলেটের গোয়াইনঘাটে ট্রাক্টর চাপায় সাইদুল ইসলাম (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাইদুল উপজেলার বিছকান্দি এলাকার নতুন ভাঙ্গার হাওর গ্রামের জালাল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে নতুন ভাঙ্গার হাওর এলাকায় মিজান নামের এক ট্রাক্টর চালক গাড়ি নিয়ে বের হন। গাড়িটি একটু অগ্রসর হয়ে নিজ বাড়ির সামনে দাড়িয়ে থাকা শিশু সাইদুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যোগাযোগ করা হলে ওসি আব্দুল হাই জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়