কানাইঘাট নিউজ ডেস্ক:
বর্তমান সময়ে সামাজিক যোগাযোগের জন্যে সবচেয়ে বড় মাধ্যম ফেসবুক। দেখা যায়, বয়স্কদের চেয়ে টিনেজাররাই বেশি ফেসবুক ব্যবহার করে। অনেকে আবার এর প্রতি আসক্ত হয়ে পড়েন। ব্যক্তিগত সবধরনের তথ্যই তারা ফেসবুকে আপলোড করে। পরে এর জন্যে তাদের মূল্য দিতে হয়।
সম্প্রতি পেনসিলভানিয়া স্টেট ইইনিভার্সিটির একদল গবেষক একটি গবেষণায় দেখেছেন, টিনেজারদের বেশিরভাগই কোনও চিন্তাভাবনা ছাড়াই তাদের গোপনীয় বিষয় ফেসবুকে আপলোড করে। তারা ফলাফল কী আসতে পারে তা নিয়ে কোনও চিন্তা করতে চায় না। পরে এর জন্যে তাদের ভোগান্তি পোহাতে হয়। অনেক বয়স্ক ব্যক্তিরাও এটি করে থাকেন।
এই গবেষণার জন্যে গবেষকরা পিউ রিসার্স সেন্টারের ‘টিনস অ্যান্ড প্রাইভেসি ম্যানেজমেন্ট সারভে’ থেকে তথ্য নেয়া হয়েছে। ওই জরিপে যুক্তরাষ্ট্রের ৫৮৮ জন টিনেজারের কাছ থেকে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের অভিজ্ঞতার তথ্য নেয়া হয়েছিল।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়