Friday, March 20

কানাইঘাটে পুলিশের হাতে প্রেমিক জুটি আটক, অতঃপর বিয়ে


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে এক প্রেমিক জুটিকে শুক্রবার আটক করেছে থানা পুলিশ। আটক করার পর থানায় কাজী ডেকে এনে উভয় পক্ষের আত্মীয় স্বজনদের উপস্থিতিতে প্রেমিক জুটির বিয়ে দিয়েছে তারা। বিয়েতে ১লক্ষ টাকা দেনমোহর ধার্য্য করে। এতে করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, উপজেলার সাতবাঁক ইউপির উজান ভারাপৈত গ্রামের সাবেক ইউপি সদস্য মড়াই মেম্বারের পুত্র আবুল কালাম (২৬) এর সাথে পার্শ্ববর্তী দিঘীরপার ইউপির নুর উদ্দিনের মেয়ে কলেজ পড়ুয়া খাদিজা বেগম (১৮) এর প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের টানে সম্প্রতি প্রেমিক জুটি নিজেদের বাড়ী থেকে পালিয়ে এসে খুলুরমাটি গ্রামের জনৈক এক ব্যক্তির বাড়ীতে আশ্রয় নেয়। সকাল ১০টার দিকে খুলুর মাটি গ্রাম থেকে এ প্রেমিক জুটিকে থানার এসআই আব্দুল কাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এরপর ছেলে ও মেয়ে পক্ষকে খবর দেওয়া হলে উভয় পরিবারের সম্মতিতে নগদ ১ লক্ষ ১ টাকা দেনমোহর ধার্য্য করে থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী কাজী ডেকে এনে বিকেল ৫টার সময় আবুল কালাম ও খাদিজা বেগমের বিয়ে সম্পাদন এবং সবাইকে মিষ্টিমুখ করান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়