Tuesday, March 3

কানাইঘাটে অবৈধ যানবাহন আটকে অভিযান জোরদার


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে নাম্বার বিহীন মোটর সাইকেলসহ অন্যান্য যানবাহন আটক অভিযান জোরদার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সারাদেশে নাশকতা মূলক কর্মকান্ড ঠেকাতে দেশের সমস্ত থানা এলাকাগুলোতে পুলিশ প্রশাসনকে নাম্বার ও কাগজপত্র বিহীন যানবাহন আটক অভিযান জোরদারে নির্দেশ দেয়া হয়। এর অংশ হিসাবে কানাইঘাটে অবৈধ যানবাহন আটক অভিযান জোরদার করা হয়েছে। গত তিন দিনে সেইল রিসিট ও নাম্বার বিহীন একাধিক মোটর সাইকেল আটক করা হয়। কানাইঘাট থানার ওসি (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম কানাইঘাট নিউজকে জানিয়েছেন, অবৈধ যানবাহন আটক অভিযান জোরদার করা হয়েছে। গত দু’দিনে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সেইল রিসিট ও নাম্বার বিহীন মোটর সাইকেল সহ অন্যান্য বেশ কিছু যানবাহন আটক করে। আটককৃত যানবাহন গুলোর কাগজপত্র যাচাই করে যেসব যানবাহনের কাগজপত্র সঠিক রয়েছে সেগুলো থানা থেকে ছেড়ে দেয়া হবে এবং কাগজপত্র ও নাম্বার বিহীন যানবাহনগুলোর বিরুদ্ধে মোটর যান আইনে মামলা দায়ের হবে। গত দু’দিনে পুলিশের অভিযানে আটক ৫টি মোটর সাইকেল ও অন্যান্য ১০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান। প্রসঙ্গত, কানাইঘাটে নাম্বার বিহীন মোটর সাইকেলের অবাধ ছড়াছড়ি রয়েছে। এ সংখ্যা হাজারে ছাড়িয়ে গেছে। নাম্বার বিহীন এসব মোটর সাইকেলের অধিকাংশ নানা সন্ত্রাসী কর্মকান্ড ও চোরাচালানের মতো অপরাধ কর্মকান্ডে ব্যবহার হয়ে থাকে। এদিকে সংবাদকর্মী না হয়েও অনেকে নাম্বার বিহীন প্রেস ও সাংবাদিক নাম লাগানো মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়