Tuesday, March 17

কানাইঘাটে বঙ্গবন্ধুর জন্ম ও শিশু দিবস পালন


নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫ তম শুভ জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর এক আলোচনা সভা মঙ্গলবার কানাইঘাট উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কানাইঘাট উত্তর বাজারস্থ দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা আজমল হোসেনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের আহ্বায়ক ও পৌর মেয়র লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ, জালাল আহমদ, মাসুদ আহমদ, ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, শ্রী রিংকু চক্রবর্তী। বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ নেতা মিলন কান্তি দাস, মামুন রশিদ, জমির উদ্দিন কামরান, আহমদ সোলেমান, সিলেট ল’ কলেজ ছাত্রলীগের সভাপতি এম মস্তাক আহমদ, মহানগর ছাত্রলীগ নেতা মামুন রশিদ রাজু, ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী, সুকান্ত চক্রবর্তী, কামরুল ইসলাম, সাগর, মান্না, রেজোয়ান, রুবেল, ফজল, মিনু, সারোয়ার, ফয়সল, রনি, সৌরভ, মিজান, নাঈম, আশরাফ, রাসেল, শাহরিয়া, ইমরান, ফজলু, সোহাগ, আদনান ও শাকিল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করে ছাত্রলীগ। সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধু শুধুমাত্র একটি ব্যক্তির নামের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি একটি ইতিহাসের নাম। বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের জন্ম হতো না উল্লেখ করে তাঁর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দেশ মাতৃকার টানে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। এছাড়া বঙ্গবন্ধুর ৯৫তম জন্মদিন উপলক্ষে কানাইঘাট পৌর আওয়ামীলীগ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, বঙ্গবন্ধু প্রজন্মলীগ ও টিলাগড় সমর্থিত যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়