ক্রীড়া ডেস্ক,কানাইঘাট নিউজ:
এবারের বিশ্বকাপে যৌথভাবে আয়োজক দেশ ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। স্বাগতিক হওয়ায় তাদের একটু বাড়তি সুবিধা ছিল। যেমন, নিউজিল্যান্ড শুধু ফাইনাল ম্যাচ ছাড়া সব ম্যাচই তাদের দেশে খেলেছে। আর অস্ট্রেলিয়া শুধু গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি ছাড়া সব তাদের দেশে খেলেছে।
গ্রুপ পর্বের ওই ম্যাচটিতে অস্ট্রেলিয়াকে ১ উইকেটে হারিয়েছিল নিউজিল্যান্ড। ওই ম্যাচে অজিদের মাত্র ১৫১ রানে অল আউট করে দিয়েছিল কিউইরা। ওই হারে মানসিকভাবে বেশ চাপে পড়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু সব ধাক্কা সামলে উঠে পঞ্চমবারের মত চ্যাম্পিয়ন হয়েছে তারা।
২৮ ফেব্রুয়ারি অকল্যান্ডের ওই হারের প্রতিশোধ নেয়ার কথা মাথায় রবিবার মেলবোর্নে খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। কিউইদের সাত উইকেটে হারিয়ে সঠিক জায়গায় সঠিক প্রতিশোধ নিয়েছে ক্লার্ক বাহিনী। এবার পুরো টুর্নামেন্টে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত মাত্র একটি ম্যাচে হেরেছে।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়