কানাইঘাট নিউজ ডেস্ক:
করাচির একটি মন্দিরে হোলি উৎসব উদযাপনের সময় মানব প্রাচীর রচনা করে হিন্দু সম্প্রদায়ের লোকদের নিরাপত্তা দিয়েছে দেশটির একটি ছাত্র সংগঠন। করাচির স্বামী নারায়ণ মন্দিরে পাকিস্তানের ন্যাশনাল স্টুডেন্ট ফেডারেশন (এনএসএফ) ওই মানব প্রাচীর রচনা করে। ভিন্ন ভিন্ন বিশ্বাসের সহাবস্থান এবং ধর্মীয় ও নৃতাত্বিক গোষ্ঠীগুলোর মধ্যে সম্প্রীতি রক্ষা কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটি প্রায়ই এ ধরণের অভিনব পদক্ষেপ নিয়ে থাকে।
এনএসএফ এর এক সদস্য তাদের সংগঠনকে আইয়ুব খানের এনএসএফ এরও আগে গঠিত একটি ‘প্রগতিশীল বামপন্থী সংগঠন’ হিসেবে বর্ণনা করেন। এর আগে সংগঠনটি ইমামবারগাহর শিয়া মুসলিমদের জন্যও একই পদক্ষেপ গ্রহণ করেছিল।
প্রসঙ্গত, সম্প্রতি পাকিস্তানে সাম্প্রদায়িক সহিংসতা অনেকে বেড়ে গেছে। বেশ কয়েকদিন আগে দেশটির নিষিদ্ধ ঘোষিত সংগঠন লস্কর-ই-জাংভী এব সিপাহ-ই-সাহাবার হামলায় শিয়া সম্প্রদায়ের শ’খানেক মানুষ নিহত হয়েছে। এছাড়া দেশটিতে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের উপরও প্রায়ই হামলা চালানো হয়।
পাকিস্তানের জনসংখ্যার মাত্র ২ শতাংশ হিন্দু। হিন্দুদের উপর লাগাতার নিপীড়নের অভিযোগ এনে ২০১২ সালে বেশ কিছু পরিবার দেশত্যাগী হয়।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়