নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহম্মদ ত্বকীর খুনীদের বিচার না হলে নারায়ণগঞ্জে পশুদের রাজত্ব প্রতিষ্ঠা হবে।
ত্বকী হত্যার দুই বছর পূর্তি উপলক্ষ্যে শুক্রবার বিকালে নগরীর ২ নং রেলগেটস্থ সৈয়দ আলী চেম্বারের সামনে রাস্তায় সন্ত্রাস নির্মুল ত্বকী মঞ্চ আয়োজিত এক সমাবেশে ঐক্য ন্যাপের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য একথা বলেন।
তিনি বলেন, খুনি খন্দকার মোশতাক সরকার বঙ্গবন্ধু হত্যাকা-ের বিচার বন্ধের জন্য ইনডেমিনিটি আইন প্রণয়ন করেছিল। এখনকার পরিস্থিতি দেখে মনে হচ্ছে বর্তমান সরকার ত্বকী হত্যাকা-ের বিচার বন্ধে অঘোষিত ইনডেমিনিটি জারি করেছে। ত্বকীর খুনি নরপশুদের বিচার না হলে নারায়ণগঞ্জ পশুদের রাজত্বে পরিণত হবে।
এসময় অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনু মুহম্মদ বলেন, নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতাকর্মীরাও ত্বকী হত্যাকা-ের বিচার চায় সেখানে ত্বকী হত্যাকা-ের বিচার করতে সরকারের সমস্যাটা কোথায়? ওসমান পরিবার ক্ষমতার জোরে নারায়ণগঞ্জে একটি অন্ধকার জগৎ গড়ে তুলেছে। প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দিয়ে ওসমান পরিবারের দায়িত্ব নিয়েছেন। ত্বকীকে যারা খুন করেছে তারা মানবতাবিরোধী অপরাধ করেছে। যুদ্ধাপরাধী, মানবতাবিরোধীদের বিচার বিলম্বে হলেও হয়েছে, তেমনি ত্বকী হত্যার বিচার হবে। বিচার হলে ত্বকীর বাব-মা হারানো সন্তানকে ফিরে পাবেন না, কিন্তু ত্বকীর মতো অন্য শিশু কিশোরদের জীবন নিরাপদ হবে। নারায়ণগঞ্জ মাফিয়া গডফাদাদের রাজত্বে পরিণত হলেও একই সাথে ত্বকী হত্যাকা-ের প্রতিবাদে ঐক্যবদ্ধ বিরামহীন প্রতিরোধের জমিনে পরিণত হয়েছে।
এসময় ত্বকীর বাবা ও সন্ত্রাস নির্মুল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বী বলেন, ‘আমাদের দেশে তদন্তকারী সংস্থাগুলোতে পেশাদার দক্ষ কর্মকর্তা থাকলেও রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে তারা সঠিকভাবে তদন্ত করতে পারেনা। ২০১৩ সালের ১মার্চ এমন এক বিকালে ত্বকীকে অপহরণ করা হয়। চাষাঢ়ায় সায়াম প্লাজার সামনে থেকে অপহরণ করে তিন তলায় শামীম ওসমানের ক্যাডারের অফিসে নিয়ে প্রথমে ত্বকীকে রাখা হয়। পরে সায়াম প্লাজা থেকে নিয়ে যাওয়া হয় চাষাঢ়া শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে। পরে রাত ৯টায় আল্লামা ইকবাল রোডে আজমেরী ওসমানের টর্চার সেলে নিয়ে ত্বকীকে খুন করা হয়। সেদিন আজমেরী ওসমানের টর্চার সেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাসময়ে অভিযান চালালে ত্বকীকে বাঁচানো যেত। যে দেশে জাতীয় সংসদে শিশু হত্যাকারী দাঁড়িয়ে মানুষকে নীতি কথা শোনায় সে দেশের মানুষ নিরাপদে থাকতে পারে না।
ত্বকী মঞ্চের সদস্য সচিব ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাসসের উপ-প্রধান কবি হালিম আজাদ বলেন, ত্বকী হত্যার প্রতিবাদে যারা সক্রিয় তাদের বিরুদ্ধে সন্ত্রাসীরা নানা অপতৎপরতা চালাচ্ছে। তিনি সেলিম ওসমান ও শামীম ওসমানকে ত্বকী হত্যাকা-ের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী সংস্থার প্রতি আহবান জানান।
ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুম, জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, জেলা ন্যাপ সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মন্টু ঘোষ, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু ও সাধারণ সম্পাদক মনি সুপান্থ প্রমুখ।
পরে একটি মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়