Monday, March 16

বিশ্বের ৩য় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক চীন


কানাইঘাট নিউজ ডেস্ক; যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার পরেই অস্ত্র রপ্তানিতে বিশ্ববাজারে তৃতীয় স্থান দখল করেছে চীন। সম্প্রতি প্রকাশিত স্টকহোম্ ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) এক প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়। প্রতিবেদনে দেখা যায়, ২০১০ সাল থেকে ২০১৪ পর্যন্ত অস্ত্র রপ্তানিতে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্যকে ছাড়িয়ে গেছে চীন। বিশ্ব বাজারে মোট রপ্তানিকৃত অস্ত্রের ৫ শতাংশের জোগান দেয় চীন। এদিকে চীনের রপ্তানিকৃত অস্ত্রের প্রধান তিন ক্রেতা রাষ্ট্র হলো দক্ষিণ এশিয়ার দেশ ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ। চীনের মোট রপ্তানিকৃত অস্ত্রের দুই-তৃতীয়াংশই আমদানি করে এই দেশগুলো। এসআইপিআরআই-র প্রতিবেদনটি অস্ত্র সরবরাহের সংখ্যার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে, আর্থিক মূল্যের ভিত্তিতে নয়। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত এই পাঁচ বছরে চীনের অস্ত্র রপ্তানি আগের পাঁচ বছরের চেয়ে ১৪৩ শতাংশ বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। অপরদিকে একইসময়ে জার্মানির ৪৩ শতাংশ এবং ফ্রান্সের ২৭ শতাংশ অস্ত্র রপ্তানি কমেছে। এছাড়া বিশ্ব বাজারে অস্ত্রের সরবরাহ বেড়েছে ১৬ শতাংশ। তবে বিশ্ববাজারে চীনের অস্ত্র রপ্তানি উল্লেখযোগ্য হারে বাড়লেও প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় অনেক কম। বিশ্ববাজারে যুক্তরাষ্ট্র ৩১ শতাংশ এবং রাশিয়া ২৭ শতাংশ অস্ত্র রপ্তানি করে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়