অমৃত মলঙ্গী: ‘টাইম মেশিনে’ চড়ে ছয় মাস আগে ফিরে যান। এবার ভাবুন বিশ্বকাপের ফেভারিট দল কারা? হলফ করে বলা যায় আপনার অবচেতন মন উত্তর দিচ্ছে, কারা আবার, দক্ষিণ আফ্রিকা!
এবার বর্তমানে ফিরে আসুন। শেষ চারদলের মধ্যে কারা ফেভারিট? দক্ষিণ আফ্রিকাকে সেরা বলার আগে গ্রুপ পর্বে এশিয়ার দুটি দল (ভারত, পাকিস্তান)-এর কাছে তাদের হারের কথা আপনার মাথায় আসবে। নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার মাটিতে যারা এশিয়ার দলের কাছে হারে, সেমিতে তাদের ফেভারিট বলার আগে আগপাছ ভাবতেই হবে।
আবার ‘টাইমমেশিনে’ চড়ে চার বছর আগে ফিরে যান। বাংলাদেশ-ভারত বিশ্বকাপের কথা স্মরণ করুন। আপনার মনে পড়বে- বিশ্বকাপের আগে টাইগারদের বিপক্ষে ‘বাংলাওয়াশে’র স্বাদ পাওয়া নিউজিল্যান্ডের কাছে কোয়ার্টারে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় দক্ষিণ আফ্রিকা। সেদিন মিরপুরে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে এবি ডি ভিলিয়ার্স রানআউটের বলি হওয়ায় ৪৯ রানের হার বরণ করতে হয় ‘চোকার’দের। কাল মাঠে নামার আগে অফ্রিকার অন্তরে হয়তো সেই স্মৃতিও দাগ কাটবে!
বর্তমান পরিসংখ্যান নিউজিল্যান্ডকে ফেভারিট হিসেবে সমর্থন করছে। এটা কারো মুখের কথা নয়। শেষ সাত ম্যাচে তারা যেভাবে রানের ফোয়ারা ছুটিয়েছে, তাতে ঈর্ষা না জেগে পারে না। যেখানে প্রতিটি ম্যাচে আলাদা আলাদা খেলোয়াড় আলো ছড়িয়েছেন-ব্রেন্ডন ম্যাককালাম, কোরি অ্যান্ডারসন, টিম সাউদি, কেন উইলিয়ামসন, ড্যানিয়েল ভেট্টরি এবং সবশেষে বিশ্বকাপের বিস্ময় মার্টিন গ্যাপটিল।
এই ফেভারিট তত্ত্বের ভিড়ে একজন ক্রীড়া বিশ্লেষক হয়তো গা ভাসাতে পারেন। কিন্তু ভবঘুরে বাজিকর তো আর পরিসংখ্যানের ঘর করেন না। অত সময়ও তার নেই। যে দলে ভিলিয়ার্স আছে, সে দলের পক্ষে তিনি চোখ বন্ধ করে টাকা ঢালবেন, এতে আর অবাক হওয়ার কী আছে! তার ‘যাযাবর’ মনে বড়জোর শেষ ম্যাচের স্মৃতি জমা থাকতে পারে। যে ম্যাচে সাঙ্গাকারা, জয়াবর্ধনের মতো গ্রেটদের স্পিনের নাগপাশে জড়িয়ে ফেলেন ডুমিনি, তাহিররা। লজ্জায় ডুবে লঙ্কা। জীবনের শেষ ওয়ানডে ম্যাচে মাত্র ১৩৩ রানে অলআউট হয়ে অনেক মধুরতার মিছিলে একচিলতে তিক্ততার দেখা পান জয়া-সাঙ্গা। নিউজিল্যান্ডকে যতই ফেভারিট বলা হোক, কাল অকল্যান্ডেও এমন কিছু ঘটানোর শক্তি রাখে দক্ষিণ আফ্রিকা। আপন আঙিনায় চুরি যেতে পারে কিউইদের বিশ্বকাপ স্বপ্ন। খেলার নামটা যে ‘ক্রিকেট’!
----ঢাকাটাইমস
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়