Sunday, March 29

ট্রফি হাতেই বিদায় ক্লার্কের


ক্রীড়া ডেস্ক, কানাইঘাট নিউজ: ওডিআই ক্রিকেট থেকে একটি রাজকীয় বিদায় হলো অস্ট্রেলিয়ার দলের অধিনায়ক মাইকেল ক্লার্কের। নিজ হাতে দলকে বিশ্বকাপ জিতিয়ে দিলেন তিনি। এরপর আর কী পাওয়ার থাকতে পারে। বিদায় নেয়ার কথা তিনি গতকালই ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বলে দিয়েছিলেন। রবিবার সেটি বাস্তবে পরিণত হলো। ২৪৫টি ওডিআই ম্যাচ খেলে যাথাযোগ্য মর্যাদার সাথেই বিদায় নিলেন তিনি। ক্লার্কের ওডিআই ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০০৩ সালে। অ্যাডিলেডে অনুষ্ঠিত সে ম্যাচটিতে প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। ওই ম্যাচে অপরাজিত ৩৯ রান করেছিলেন তিনি। তাছাড়া বল হাতেও একটি উইকেট নিয়েছিলেন। ক্লার্ক তার ক্যারিয়ারে মোট ৮টি সেঞ্চুরি করেছেন। হাফ সেঞ্চুরি করেছেন ৫৮টি। তিনি অস্ট্রেলিয়া দলকে মোট ৭৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে ৫০টিতে জিতেছে অস্ট্রেলিয়া। ওডিআইতে ক্লার্কের রান সংখ্যা ৭৯৮১। রবিবার তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭৪ রান করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়